ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

শ্রীপুরে পুকুরের পানিতে পড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকা সিংগারদীঘি গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে দুই বছর বয়সী শিশুর মৃত্যু। শুক্রবার বিকেলের দিকে এ মরদেহ উদ্ধার হয়।

নিহত শিশু মোছাঃ হুমায়রা ওই গ্রামের সোহেল রানার মেয়ে।শিশুর প্রতিবেশী মোঃ আব্দুল কাদের জানান, শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে মা ঘরে রান্নাবান্নার কাজ করছিলেন। এ সময় শিশু হুমায়রা বাড়ির বারান্দায় একা একা খেলছিল। কিছুক্ষণের মধ্যেই মা বারান্দায় তার সন্তানকে দেখতে না পেয়ে শিশুর বাবাকে চিৎকার করে ডাকতে থাকেন। সবাই মিলে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও শিশুটিকে পায়নি। নিখোঁজের আধা ঘন্টা পর বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ দেখতে পান তারা।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া শুক্রবার রাত সাড়ে ৯টায়  বলেন,  সন্ধ্যার দিকে আমরা এ বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।