গাজীপুরের শ্রীপুরে ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন (৩৪) উপজেলার কাওরাইদ ইউনিয়ন কাওরাইদ পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছিলেন। আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ - জৈনা বাজার সংযোগ সড়কের কফিল উদ্দিনের পানের দোকানের সামনে থেকে নাজিম উদ্দিনকে আটক করা হয়। এরপর তাঁর তথ্যের ভিত্তিতে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।