পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে ডিবি পরিচয়ে অপহরন এবং জীবননাশের চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নের সর্বস্তরের জন সাধারন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে মৌকরন ইউনিয়ন পরিষদ সদস্যদের আয়োজনে পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানব বন্ধনে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক - রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌকরন ইউনিয়ন শাকার সভাপতি মাওলানা মামুন আকন, ইউপি সদস্য ইসমত আরা বেগমসহ আরো অনেকে।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই অপহরণ শুধু একজন চেয়ারম্যানের বিরুদ্ধে নয়, এটি এলাকার আইন-শৃঙ্খলার ওপর আঘাত। অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অপহরণের বিষয়ে থানায় মামলা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশা করি, দ্রুতই দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই অপহরণকাণ্ড নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর মৌকরন থেকে ঢাকা যাওয়ার পথে কেরানীগঞ্জ এলাকা থেকে ডিবি পরিচয়ে তাকে অপহরন করে মুক্তিপন দাবি করে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপন দেয়া হলেও তাকে আটকে রাখে অপহরনকারীরা। পরে থানায় অভিযোগ দেয়া হলে গত ২ জানুয়ারি কেরানীগঞ্জের ধলেশ্বর পাড়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ