শেরপুরের শ্রীবরদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া-বাবেলাকোনা গ্রামের ভারত থেকে বয়ে আসা ঢেউফা নদীর বিভিন্ন পয়েন্টে ঐ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বালু লুটকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় একটি মাহিন্দ্র, একটি ট্রলি ও ৭ হাজার ৮০০ ফিট বালু।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন। এসময় সিংগাবরুণা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল নকরেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারি প্রকৌশলী সুব্রত দাস সহ পুলিশ, বিজিবি, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী রবিবার সকালে বলেন, এ ব্যাপারে সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিসের নাযেব বাদী হয়ে এজাহার নামীয় ৫ জন অজ্ঞাত ৮/৯ জন কে আসামী করে শনিবার রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ ভারত থেকে বয়ে আসা ঢেউপা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় মেঘাদল গ্রামের মাসুদ ও বগুলাকান্দী গ্রামের ইয়াসিন সহ সঙ্গবদ্ধ একটি চক্র।