মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের উদ্দেশ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহম্মেদ বলেছেন যে যেখান থেকে যা কিছুই বলুক না কেন আগামী অল্প সময়ের মধ্যেই আমাদের কাঙ্খিত আশা পুরন হতে যাচ্ছে। বিগত দিনের আন্দোলনের সফলতা আসবেই। ষড়যন্ত্র করে এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ঢাকায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে যদি বিশাল সমাবেশের আয়োজন করতে পারি তাহলে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে আশা করছি শিক্ষকদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন হবে। তিনি সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান। গতকাল শুক্রবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তেব্যে এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাহারুল ইসলাম, বিটিএ ফরিদপুর অঞ্চলের সভাপতি সরোয়ার হোসেন তালুকদার, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহে আলম, সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছাড়, সদর উপজেলা শাখা(বিটিএ) এর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালয়নায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক আনিচুর রহমান ও দপ্তর সম্পাদক সাগর সরকার।