ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপির নেই : আশুগঞ্জে হানিফ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : সোমবার ২৪ অক্টোবর ২০২২ ১০:৩৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর
বিএনপির নেতারা ১০ ডিসেম্বরের স্বপ্ন দেখছেন। তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ কোনো ভুঁইফোড় সংগঠন নয়। জাতির পিতার হাতে গড়া দল। ৭৩ বছরের আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির অনেক গভীরে। সুতরাং সরকার পতনের এসব হুঙ্কার দিয়ে লাভ নেই। বর্তমান সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপি বা কারও নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে বর্তমান সরকারের অধীনেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। তবে নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করতে সংবিধানের আলোকে কোনো পরামর্শ দিলে সরকার ও নির্বাচন কমিশন অবশ্যই বিবেচনা করবে।
 
 
রোববার (২৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি এসব কথা বলেছেন।
 
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 'অল এ্যাটাক আন্দোলন' ঘোষণার সমালোচনা করে হানিফ বলেন, বিএনপির আন্দোলন দেখলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়। কারণ বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের অতীত ইতিহাস এটাই বলে। স্বাধীনতার পরাজিত এই শক্তি আবারো পুরনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই কারণে খুলনার সমাবেশের আগে বাস মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছিল। আওয়ামী লীগ কখনো অন্যের কর্মসূচিতে বাঁধা দেয় না। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত বিএনপির নেতৃত্বে দুর্নীতিগ্রস্থ খালেদা জিয়া ও তারেক রহমান থাকবে ততক্ষণ পর্যন্ত এ দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। আমি আগেই বলেছিলাম ২০১৪ ও ২০১৮ সালের স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পরে বিএনপিকে ভাবতে হবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কি না। 
 
 

আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, ত্রাণ  ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর। প্রধান বক্তা হিসাবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার। উল্লেখ্য, আহবায়ক কমিটি ঘোষণার র্দীঘ ৮ বছর পর আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।