ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

সরকারের সহযোগীতা কামনা করলেন শাবি সমিতি

শাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ১০:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন পরিস্থিতে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষে সভাপতি ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক মােহাম্মদ মহিবুল আলম এ বিবৃতি দেন।

বিবৃতেতে বলা হলো, নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে যা যা করার দরকার তাই করতে হবে, এ ব্যাপারে সরকারের সহযোগীতা কামনা করছি। উপচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত, এক্ষেত্রে অতি দ্রুত পদত্যাগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। শিক্ষার্থীদের প্রতি কোনরকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার জন্য উদাত্ত আহবান জানানো হয়।