ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে নৌকার প্রচারণা অফিসে হামলা-ভাঙচুর, পাল্টা-পাল্টি অভিযোগে জিডি-মামলা দায়ের

কামরুল হাসান, জামালপুর: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ ০৮:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুরের সরিষাবাড়ীতে নৌকার প্রচারণা অফিসে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের লোকজন হামলা করে। এর জেরে পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। এ ঘটনায় নৌকা মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ২৫ কর্মী-সমর্থকের (নামোল্লেখ করে) বিরুদ্ধে উল্টো মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেন ডা. মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী সাখাওয়াত আলম মুকুল। গতকাল সোমবার রাতে পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাকিল, মান্নান, কপিল ও রুবেল। এরা সবাই শিমলাপল্লী এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের ৪-৫ জন কর্মী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়ার নৌকার প্রচারণা অফিসে অতর্কিতে হামলা করে। এ সময় অফিসের চেয়ার ভাঙচুর, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিসহ প্রার্থীর ছবি ছিঁড়ে ফেলে তারা। এতে বাঁধা দিতে গিয়ে মান্নান ও শাকিল নামের দুই ব্যক্তি আহত হয়। পরে খবর পেয়ে নৌকার কর্মীরা রাতেই আবার স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের প্রচার অফিসে হামলা করে। এ সময় তারা ৩-৪টি চেয়ার ভাঙচুর করে। হামলায় কপিল ও রুবেল নামে দুই ব্যক্তি আহত হয়। তাদেরকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথম আলোর সরিষাবাড়ী  প্রতিনিধি শফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেয় সাখাওয়াত আলম মুকুল। এ বিষয়ে প্রথম আলোর সাংবাদিক শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, তিনি সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে মুকুল প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল জানান, স্বতন্ত্র প্রার্থী  ডাক্তার মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী মুকুলের নেতৃত্বে তার নির্বাচনী প্রচারণা অফিসে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে ডাক্তার মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী সাখাওয়াত আলম মুকুল জানান, তাদের কেউ নৌকার প্রচারণা অফিসে হামলা করে নি। নৌকার প্রার্থীর লোকজনই তাদের নির্বাচনী প্রচারণা অফিসে হামলা করে কয়েকটি চেয়ার ভাঙচুর করেছে। এমনকি তিনি কাউকে হুমকি দেন নি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে চেষ্টা করেও ডা. মুরাদ হাসানের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।