ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
লক্ষ্য ১৫ হাজার ৩শ’ হেক্টর

সরিষাবাড়ীর রোপা আমনের আবাদ

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : শনিবার ৩ অগাস্ট ২০২৪ ০৪:২১:০০ অপরাহ্ন | কৃষি ও প্রকৃতি

জামালপুরের সরিষাবাড়ীতে চলতি মৌসুমে রোপা আমনের আবাদে ১৫ হাজার ৩শ’ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য নিয়েই উপজেলার সর্বত্রই চলছে আমন রোপণের কাজ।

বাঙালি প্রতিটি গৃহস্থের চিরচেনা পরিচিতি ছিল- ‘গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ।’ তাই এক সময় ‘ দুধে-ভাতে বাঙালি’ পরে ‘মাছে-ভাতে বাঙালি’ এ পরিচয়ই বহন করত। কালের পরিক্রমায় এখন ‘ডালে-ভাতে বাঙালি’ পরিচয় ধারণ করেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শতকরা ৯০ ভাগই বাঙালিই কৃষক। কৃষি কাজ হলো প্রধান পেশা। তাই প্রতিটি বাঙালিই ধান চাষের পাশাপাশি গরু পালন ও মাছ চাষ করে থাকে। ধানই হলো প্রধান খাদ্যশস্য। এ কারণে বাঙালির ভাতের অভাব হয় না। কবি ভারত চন্দ্র রায়গুণাকর তার ‘অন্নদামঙ্গল’ কাব্যগ্রন্থের ‘আমার সন্তান’ কবিতায় উল্লেখ করেছেন- ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’

সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১৫ হাজার ৩শ’ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদের কাজ চলছে। উপজেলা কৃষি অফিসার অনুপ কুমার সিংহ জানান, বৃষ্টি না হওয়ায় রোপা আমনের আবাদে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা রয়েছে।