ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে রামগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রামগঞ্জ উপজেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৬ জুন ২০২৩ ০৯:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর


জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহর পুলিশ বক্সের সামনে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


বাংলানিউজটুয়েন্টিফোরডটকম ও ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে আজ (১৬ জুন) শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ পৌর শহরের পুলিশ বক্স চৌরাস্তায় রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক নাদিম ও তার পরিবারের জন্য দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, কোষাধ্যক্ষ ও দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দপ্তর ও প্রচার সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক নতুন দিন ও ঢাকা ক্যানভাসের প্রতিনিধি মোঃ তামজিদ হোসেন রুবেল, সদস্য ও বিডি প্রেস প্রতিনিধি ডাক্তার আরমান খাঁন, দৈনিক ভোরের সময় প্রতিনিধি হাসানুর জামান, এশিয়ান টেলিভিশনের রামগঞ্জ প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক নাগরিক ভাবনা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক গণজাগরন প্রতিনিধি সোহেল হোসেনসহ স্থানীয় লোকজন।