সময় টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুজতবা দানিশ এর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও নানা ভাবে পুলিশি হয়রানী করার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জয়পুরহাট প্রেস ক্লাবের ব্যানারে শহরের পাঁচুর মোড়ে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ।
এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ, জিটিভির সাংবাদিক খ.ম আব্দুর রহমান রনি, যমুনা টিভির সাংবাদিক আব্দুল আলীম মন্ডল ও দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।
সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ, রংপুর ব্যুরো প্রধান রতন সরকারসহ বিভিন্ন স্থানে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে হয়রানী বন্ধ করার দাবীতে অনুষ্ঠিত এ মানববন্ধনে জয়পুরহাট জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক অংশগ্রহন করেন।
প্রসঙ্গত: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রচার করায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।