চট্টগ্রামের সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় তানিম হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার পর গাড়ি চালক আলমগীর হোসেনকে আটক করে পুলিশ। এসময় ট্রাকটিও জব্দ করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাটের উত্তরে উবাইদিয়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিম হোসেন উত্তর ঢেমশা কানুরমার বাড়ির কোরবান আলীর ছেলে।
আটক ট্রাকচালক আলমগীর হোসেন ফেনী সদর কুরুচিয়া এলাকার মৃত ঈসমাইলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিশোর একটি বাইসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে কেরানিহাটের দিকে যাচ্ছিল। বাইসাইকেলটি উবাইদিয়া সড়কের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী পাথর বোঝাই একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তানিম সাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকটি পালানোর চেষ্টা করলে লোকজন ধাওয়া করে চালকসহ গাড়িটি আটকে দিয়ে পুলিশের সোপর্দ করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনা কবলিত পাথর বোঝাই গাড়িটির চালক আলমগীর হোসেনকে আটক করা হয় এবং গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বায়ান্ন/প্রতিনিধি/একে