ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

সাভারে দুই মাদক কারবারি গ্রেফতার

আব্দুল কাইয়ুম,সাভার(ঢাকা) : | প্রকাশের সময় : রবিবার ২৩ জুলাই ২০২৩ ০৬:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

সাভারে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিন গ্রাম হেরোইন সহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । 

গ্রেফতারকৃতরা হলো,সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকার মো.আলীম উদ্দিন খানের ছেলে মো.আলম খান (৩৮) ও নওঁগা জেলা রানীনগর থানা শিমলা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মো. আতিক সরদার (৩৫)।

রবিবার ২৩জুলাই) দুপুরে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ডিবি (উত্তর) ঢাকা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সাভারের আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০০পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম হেরোইন সহ আলম খানকে গ্রেফতার করা হয়। একই সময় ১০০পিচ ইয়াবাসহ আতিক সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।