ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে জমিয়তে উলামায়ে ইসলামের গণমিছিল

আব্দুল্লাহ আল মামুন, যশোর : | প্রকাশের সময় : শুক্রবার ৯ অগাস্ট ২০২৪ ০৩:৩৭:০০ অপরাহ্ন | খুলনা
শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে যশোরের মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট বৃহস্পতিবার আসর বাদ মণিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিশাল একটি মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বক্তব্যে বলেন শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে দেশ জুড়ে দোকান ডাকাতি ব্যাংক ডাকাতি চুরি ছিনতাই হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটে চলেছে ।এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হচ্ছে নির্যাতন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা অন্যায় অত্যাচার বৈষম্য দুর করার। দেশে সব হয়েছে কিন্তু শান্তি আসছে না ‌। আবার অশান্তির দাবানল এলাকায় অলিতে গলিতে শুরু হয়েছে এই অশান্তি সমাধানের জন্য আজ আমাদের এই গণমিছিল সমাবেশ। এসময় মাওলানা রশিদ বিন ওয়াক্কাস আরো বলেন পবিত্র কোরআন শরিফে আছে অমুসলিমদের উপসানালয় মূর্তি যত দেব দেবী উপাস্য আছে তাদের হামলা দূরের কথা তাদের গালি পর্যন্ত দিবে না।অমুসলিমদের পরিপূর্ণ নিরাপত্তা পরিপূর্ণ অধিকার ইসলাম দিয়েছে । এইজন্য জমিয়তে উলামায়ে ইসলাম নির্যাতিত সংখ্যালঘুদের পাশে আছে থাকবে এবং যারা চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী করছে আমারা তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন শোনা যাচ্ছে মণিরামপুরে বিভিন্ন এলাকায় মানুষের গরু চুরি করে তাঁরা খাচ্ছে আমি ইসপষ্ট করে বলতে চাই শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম এই গরু খাওয়া তেমন হারাম।  চুরি ডাকাতি ছিনতাই হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এর ঘটনা যদি আবার হয় আমরা সম্মিলিত ভাবে এদের প্রতিহত করে প্রাশাসনের কাছে সোপর্দ করবো। এবং বাজারের বাজারের ব্যাবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে কেউ চাঁদা দিবেন না সেনাবাহিনীকে ফোন দিয়ে সহযোগিতা নিবেন। এসময় আরো উপস্থিত ছিলেন 
যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা হাসান আল মামুন‌‌, মাওলানা আশরাফ ইয়াছিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।



সবচেয়ে জনপ্রিয়