ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

সাম্প্রদায়িক সহিংসতাবন্ধের দাবিতে শ্যামনগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) : | প্রকাশের সময় : রবিবার ১১ অগাস্ট ২০২৪ ১০:০৬:০০ অপরাহ্ন | খুলনা

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা,নির্যাতন অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজী বন্ধ সহ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার (১১ আগস্ট) বিকাল ৪টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ  পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলাশাখার আয়োজনে বিক্ষোভমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে সমাবেশ শুরুর পর বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এর আগে প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগরের সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম-আহবায়ক মহাদেব চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, রাম রঞ্জন বিশ^াস, গোপালপুর রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রক্ষ্মচারী, প্রভাষক অভিষেক মন্ডল, শিক্ষক ধনঞ্জয় মন্ডল, রনজিৎ দেবনাথ, শিক্ষক সন্তোষ মন্ডল, প্রভাষক সমীর গায়েন,মৃনাল কান্তি মন্ডল প্রমুখ।




সবচেয়ে জনপ্রিয়