কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বেড়ীবাঁধ সংলগ্ন আশপাশে থাকা বসতবাড়ি, মৎস্য, গবাদিপশু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে কাজীর পাড়া, কাহার পাড়া, সাইট পাড়া, আনিছের ডেইল, কুমিরা ঘোনা, বড়ঘোপ ইউনিয়নে পূর্ব মুরালিয়া, উত্তর বড়ঘোপ সাইট পাড়া, কৈয়ারবিল ইউনিয়নে উত্তর কৈয়ারবিল ,মধ্যম কৈয়ারবিল, মলমচর, ঘিলাছড়ি, পরান সিকদার পাড়া, দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাতিঘর পাড়া, লেমশীখালীর পেয়ারা কাটাসহ বিভিন্ন স্থানে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে সোমবার রাত ১০ টার দিকে সাগরের অস্বাভাবিক জোয়ারে পানি লোকালয়ে ডুকে পড়ে। মূহুর্তেই তলিয়ে যায় দ্বীপের নিম্নাঞ্চল। প্রচন্ড বাতাসে উপড়ে পড়ে অনেক গাছ, কাঁচা ঘরসহ শিক্ষা প্রতিষ্ঠান। এসময় উপজেলার কয়েক হেক্টর জমির রোপণকৃত ফসল তলিয়ে গেছে। জমিতে হেলে পড়েছে বাড়তে থাকা ফসল। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শীতের আগাম সবজিও ক্ষতির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নিরুপনে মাঠে কাজ করছে কৃষি বিভাগ।
আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর সিকদার বলেন, কাজির পাড়া, কাহার পাড়া, আনিছের ডেইল, সাইট পাড়া সহ কয়েকটি পয়েন্ট দিয়ে ফুসে ওঠা পানি ভিতরে প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, সোমবার ঘর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আশ্রয় নেয়া মানুষদের মাঝে দু‘বেলা খাবার দেয়া হয়েছিল। চিকিৎসা,যাতায়াত সহ বিভিন্ন পদক্ষেপ নেয়া ছিল। কয়েকটি জায়গায় ভাঙা বাঁধ ছাপিয়ে পানি ওঠায় ও বেড়িবাঁধ সংলগ্ন অন্তত আড়াই হাজার বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ, গবাদি পশু, হাসমুরগি, গাছ-পালা, রাস্তা-ঘাটের ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তার জন্য স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা নিচ্ছেন । যা জেলা প্রশাসককে ইতিমধ্যে অবগত করা হয়েছে বলে জানান তিনি।