সিলেট ও সুনামগঞ্জে সহসা বৃষ্টি থামার ব্যাপারে কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২-৩ দিন সিলেট ও সুনামগঞ্জে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, এই বৃষ্টিপাত সিলেট জেলায় আগামী ২ দিন অব্যাহত থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে সুনামগঞ্জে বৃষ্টি ঝরবে সোমবার (২০ জুন) পর্যন্ত।
তিনি আরও জানান, উজানের দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যার প্রভাবে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার সব জায়গায় বৃষ্টিপাত হবে। ২০ তারিখের পর কমার সম্ভাবনা থাকলেও এ মাসের শেষ দিক পর্যন্ত বিভিন্নস্থানে বৃষ্টি অব্যাহত থাকবে।
চলতি জুন মাসের শুরু থেকেই সিলেটে বিরামহীন বৃষ্টিপাত হচ্ছে। সেইসাথে উজানের বৃষ্টিপাত যোগ হওয়ায় সিলেটের নদনদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গেল মাসের ভয়ংকর বন্যা পরিস্থিতি সামলে উঠার আগে ফের বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা।