সিলেট নগরের হাওলাদারপাড়ায় রাহুল দাস (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সকালে রাহুলের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়।
রাহুল দাস গেলো শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল। নিঁখোজের ৫০ ঘণ্টা পর তার বাড়ির পাশের বাঁশঝাড়ে থেকে তার লাশ উদ্ধার করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা।
নিহত শিশুর স্বজনরা জানান, গেল শুক্রবার দুপুর থেকে স্বজনরা তাকে খোঁজে পাননি। তিন বছর বয়সী শিশু রাহুলের নিখোঁজের ঘটনায় শনিবার সাধারণ ডায়রি করেন তার বাবা রুবেল দাস। আজ সোমবার সকালে ঘরের প্রায় বিশ গজ দূরে একটি বাঁশঝাড়ে রাহুলের লাশ দেখতে দেখে পুলিশের খবর দেন প্রতিবেশীরা।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।