ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

সিলেটে বিদ্যুৎ স্বাভাবিক হচ্ছে

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ১৯ জুন ২০২২ ০২:৫২:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ ফিরতে শুরু করে। তবে এখন পর্যন্ত নগরের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন আছে। বিদ্যুৎ নেই উপজেলাগুলোতেও।

শনিবার বেলা ১২টার দিকে সিলেট নগরের কুমারগাওয়ে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের উপকেন্দ্রে পানি ঢুকে বিদ্যুৎহীন হয়ে পরে পুরো সিলেট। এছাড়া বৃহ্পতিবার থেকেই বিদ্যুৎহীন অবস্থায় আছে সুনামগঞ্জসহ সিলেটের কয়েকটি উপজেলা।

দুপুরে গ্রিড লাইনের উপকেন্দ্রে পানি ঢুকার ফলে অন্ধকার হয়ে পরে সমগ্র সিলেট। প্রায় ৬ ঘন্টা অন্ধকারে থাকার পর সন্ধ্যা ৬ টা থেকে নগরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, নয়াসড়ক, নাইওর পুল, শাহী ঈদগাহ, টিলাগড়, বালুচরসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিলো। তবে অন্ধকারে রয়েছে বেশিরভাগ এলাকায়ই।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, পানি সেচে ও বাঁধ দিয়ে বিদ্যুৎ উপকেন্দ্র আবার চালু করা হয়েছে। এখন নগরের অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে যেসব এলাকা জলমগ্ন হয়ে আছে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

নগরের আশি শতাংশ এলাকাই পানিতে তলিয়ে আছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকা শুরু হয়। দিনভর সেনাবাহিনী, সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে এই কেন্দ্রের চারপাশে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করে।

তবে প্রাণান্তকর চেষ্টার পরও সচল রাখা যায়নি সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র। ভারি বর্ষনের ফলে শুক্রবার দুপুরে পানি বেড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয় বিদ্যুৎ উপকেন্দ্রটি। ফলে জাতীয় গ্রিড লাইন থেকে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। যদিও ৬ ঘন্টা পর এই কেন্দ্রটি আবার সচল করা হয়েছে।