সিলেটে বড়লেখা উপজেলাবাসীদের নিয়ে গঠিত একক সংগঠন বড়লেখা সমিতি সিলেট-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার সিলেট নগরীর মিরাবাজারে একটি অভিজাত হোটেলের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান এম ওয়াহিদুর রহমান ওয়াহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল সিলেটে বসবাসরত বড়লেখা উপজেলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ইফতার পূর্ব অনুষ্ঠানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন অধ্যাপক সায়েম আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশিষ্ট চিকিৎসক ডা. হেলাল উদ্দিন আহমদ বলেন, দেশ-বিদেশের যেখানেই বড়লেখার নাগরিকেরা বসবাস করেন সেখানেই তারা বড়লেখার ঐতিহ্য নিয়ে গৌরব বোধ করেন। ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে এলাকার উন্নয়ন, কল্যান ও সম্প্রীতিই তাদের কাছে অগ্রগণ্য।
বড়লেখাবাসীর এ আবেগ, অনুভূতির প্রতি বড়লেখা সমিতি সিলেট অত্যন্ত যতœশীল। তিনি বলেন, ঐতিহ্যে গরিয়ান, সম্প্রীতিতে মহিয়ান বড়লেখা উপজেলাকে এগিয়ে নিতে এ সমিতি কাজ করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বড়লেখার ঐতিহ্য সমুন্নত রাখার জন্য তিনি বড়লেখাবাসীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর ভাইস প্রেসিডেন্ট ও ঢাকাস্থ বড়লেখা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নাজমুল ইসলাম লাকী, ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সমিতির উপদেষ্টা মোঃ আব্দুস শহীদ, আল আরাফাহ ইসলামি ব্যাংকের ম্যানেজার ও সমিতির উপদেষ্টা মোঃ গৌছ উদ্দিন সিদ্দিকী, সমিতির উপদেষ্টা আব্দুল আহাদ বিএসসি, উপদেষ্টা আব্দুস শুকুর বকুল, উপদেষ্টা মাওলানা কমর উদ্দিন জালালাবাদী, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক বজলু, জাহিদুল ইসলাম (মামুন) সাবেক চেয়ারম্যান বড়লেখা সদর ইউনিয়ন, মোঃ আব্দুল জব্বার সাবেক চেয়ারম্যান।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা সমিতি সিলেট এর সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ মহসিন হোসেন, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বেলাল আহমেদ, সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (লুলু), যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তারেক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল ইসহাক গনী, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম (মুনিম), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হোসাইন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার সাইফুর রহমান (রানা), সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক খালেদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম লিনু, সাহিত্য সম্পাদক ইশরাক জাহান জেলী, কার্যকরি সদস্য আব্দুল হাছিব, এডভোকেট রেদওয়ান আহমদ, পিকলু দে পিংকু প্রমুখ।
অতিথি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর টিভি’র সিলেট ব্যুরো চিফ সাংবাদিক ইকবাল মাহমুদ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সাল ও ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমেদ (রনি)।
Attachments area