অল্পের জন্য অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বেসরকারি টেলিভিশন এনটিভি'র স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টারের আন্ডারগ্রান্ড থেকে তিন যুবক তাকে অপহরণ চেষ্টা চালালে লোকজন এসে তাকে উদ্ধার করেন। এসময় ওই তিন যুবক সাংবাদিক মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
অপহরণকারীদের হামলায় আহত সাংবাদিক মারুফ আহমদকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাংবাদিক মারুফ আহমদ বলেন, 'ব্লু-ওয়ার্টারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে তিন যুবক মিলে তার উপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।'
তিনি বলেন, 'লোকজন এগিয়ে আসলে ওই তিন যুবক আমার মানিব্যাগ, নগদ সাতানব্বই হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় আমাকে সুযোগে পেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।'
হামলার পুরো ঘটনা ব্লু-ওয়ার্টা মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক ইমজার পক্ষ থেকে জরুরি সভায় বসা হয়েছে। সভায় মামলা দায়েরের ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইলেকট্রনিকস মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) সিলেটের সিনিয়র সহ সভাপতি দিগেন সিংহ।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, 'হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'