সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে শনিবার দুপুরে শিবচরে মুসল্লীদের বিক্ষোভ মিাছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মিছিলটি শিবচর পৌর জামে মসজিদ থেকে বের হয়ে শিবচর ৭১ সড়ক হয়ে আবার পৌর জামে মসজিদে থেকে শুরু হয়ে শিবচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর পীর মঞ্জিলের গদিনীশিন পীর আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান। সভাপতিত্ব করেন জামিয়া মোহাম্মাদিয়া সামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম হোসেন। এছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এ মিছিলে অংশ নেন।
বক্তারা সুইডেনে দূতাবাসের কর্মকর্মকাকে তলব করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়িছেন এবং সুইডেনের পন্য সামগ্রী বয়কট করার দাবী জানান। দেশব্যাপী আটককৃকত ওলামা মাসেকেদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন।