সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক), সুনামগঞ্জ এর আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। আলোচনায় আরও বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুর রব চৌধুরী, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।