ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

সুন্দরগঞ্জের শ্রীপুর আব্দুস সামাদ কর্তৃক মোজাম্মেল বাড়ি-ঘর ভাংচুর: নিরাপত্তাহীনতায় মোজাম্মেল পরিবার

সঞ্জয় সাহা : | প্রকাশের সময় : বুধবার ২৪ অগাস্ট ২০২২ ০৪:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর  ইউনিয়নের কছিমবাজার গ্রামের মৃত মফিজল এর পুত্র  আঃ সামাদ এর বিরুদ্ধে  একই গ্রামের মৃত আকবর আলীর পুত্র মোজাম্মেল হক এর মেয়ে লিপি আক্তার (২০) কে ধর্ষণচেষ্টার একটি মামলা রয়েছে সুন্দরগঞ্জ থানায়। যার সুন্দরগঞ্জ থানার মামলা নং- ২১ ফেব্রুয়ারি ২২ সালের ৯/৪ খ ধারায় ২৫/৫৫। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এই মামলাটি তুলে নেয়ার জন্য আব্দুস সামাদ মোজাম্মেল হককে চাপ প্রয়োগ করেন। এতে করে মোজাম্মেল তার মেয়ে মামলা তুলতে অনীহা প্রকাশ করলে ক্ষতিসাধন করার চেষ্টা করেন। এরই প্রেক্ষিতে  চলতি বছরের ১৮ আগষ্ট সকাল আনুমানিক ৯ টায় আব্দুস  সামাদ গং দলবল সহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে  মোজাম্মেল হকের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়িতে ভাংচুর,এলোপাতাড়ি মারপিটসহ লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় আব্দুল করিম, মিনু বেগম আহত হয়ে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে মোজাম্মেল হকের পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ প্রতিপক্ষ এতটাই দাঙ্গাবাজ যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে এমনটি আশংকা বাদী মোজাম্মেল হকের। এমতাবস্থায় পরিবারটি সঠিক বিচারের প্রত্যাশায় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরগঞ্জ  থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোজাম্মেল হক।