চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান, সম্মুখ করোনা যোদ্ধা সৈয়দ মো. মোরশেদ হোসেন করোনা কালিন সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অসামান্য অবদানের কথা তুলে ধরে বলেন, এই হাসপাতালে করোনা ইউনিট, ক্যান্সার ইনস্ট্রিটিউট প্রতিষ্ঠাসহ ব্যাপক সেবামুলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। যা চট্টগ্রামসহ দেশব্যাপী সমাদৃত হয়েছে। তিনি বলেন, আগামীতেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেবার মান বাড়াতে আমরা এগিয়ে যেতে চাই। এ লক্ষ্যে তিনি চট্টগ্রামবাসীসহ সকলের দৃষ্টি আকর্ষন করে বলেন, সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রফেসর ডা. এমএ তাহের খান, সৈয়দ মোরশেদ হোসেন, মো. রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ পরিষদকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিজয়ী করতে সম্মানীত আজীবন সদস্য ও দাতা সদস্যরা যে ভূমিকা রেখেছেন, তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে উল্লেখ্য করে তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনকালিন সময়ের আগ মুহুর্ত্ব থেকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বায়ান্ন ও চট্টগ্রামের বহুল প্রচারিত স্বনামধ্য পত্রিকা দৈনিক সাঙ্গু নির্বাচনি সংবাদ প্রচার করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি পত্রিকার সম্মানীত সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করে পত্রিকা দুটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
-সাহেনা আক্তার, চট্টগ্রাম-২০ নভেম্বর’২১