ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

স্বামীর মটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হলো স্ত্রী

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জুন ২০২২ ০৫:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার আদমদীঘিতে অসুস্থ আত্মীয়কে দেখে ফেরার পথে স্বামীর মটরসাইকেল থেকে পড়ে সড়ক সংস্কারের রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কুসুম্বি নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। 

জানাযায়, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী নামক স্থানে সড়ক সংস্কারের কাজ চলছিল। মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে ফেরার পথে তছির উদ্দীন সাখিদার মটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন। এসময় তারা ওই স্থান অতিক্রম করার সময় গাড়ির পিছনে বসা তছির উদ্দীনের স্ত্রী পড়ে গিয়ে রোলারের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের লোকজন এসে  সেখান থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। 

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের বাড়ি পাশর্^বর্তী জেলায় হওয়ায় তারা তড়িঘড়ি করে লাশটি নিয়ে গেছে। ফলে ঘটনাস্থলে গিয়ে কারো সন্ধান পাওয়া যায়নি।