ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আলোচনা সভা

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জুলাই ২০২৩ ০৪:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) ১১ জুলাই সরকারি কলেজ হল রুম অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমাদের দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমরা এগিয়ে যাচ্ছি, আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে পূনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে সুন্দর, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজে'র অধ্যক্ষ প্রফেসর মো: বেল্লাল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু, নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো: সজিব মিয়া এবং নাগরপুর উপজেলা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নেতৃবৃন্দরা।