ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

হবিগঞ্জের সাতছড়িতে অভিযান: বিপুল অস্ত্রসহ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ ০৮:৫০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের গহীণ অরণ্য থেকে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড, লরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি ৫১০ রাউন্ড ও ২৫টি গ্রেনেড বুস্টার উদ্ধার করেছে কাউন্টার টেররিজমের একটি ইউনিট।

সোমবার বিকেল ৪ টায় চুনারুঘাট থানায় কমপ্লেক্সের ভেতরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ঢাকা যাত্রাবাড়ি এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আবেদ ত্রিপুরা ওরফে অমিত নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেররিজম ইউনিট। এক পর্যায়ে তার দেয়া তথ্যমতে তাকে সাথে নিয়ে সোমবার রাত ৩টা থেকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যাণে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৫টি রকেট প্রফেল গ্রেনেড, লরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি ৫১০ রাউন্ড ও ২৫টি গ্রেনেড বুস্টার উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃত অমিতের বাড়ি খাগড়াছড়ির পানছড়ি এলাকায়। বর্তমানে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে। আটক অমিতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।