ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হরিপুরে উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

হরিপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২২ ডিসেম্বর ২০২১ ০২:১৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর
 ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া আর্দশ জি সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে। 
 
প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান দুলাল সরকারি রাস্তার গাছ কর্তনের সত্যতা স্বীকার করে বলেন, আমার জমির উপরে মেহেগুনি গাছটি ছিল, তাই গাছটি কর্তন করা হয়েছে৷ গাছটি ৪ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে ৷ 
 
গাছ কাটার বিষয়ে হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান বলেন, গাছ কর্তনের বিষয়টি আমার জানা নেই। 
 
হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুজ্জামান বলেন, ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে  গাছটি জব্দ করার জন্য নির্দেশ প্রদান করেছি।  ৷
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, গাছ কাটার বিষয়টি আমি জানতাম না ৷ কিছুক্ষণ আগে মোবাইল ফোনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছে, গাছটি নাকি বিদ্যালয়ের বিদ্যুতের তারের সাথে গাছটির ডালপালা  সংযোগ হয়ে যেতো, দুর্ঘটনা ঘটতে পারে তাই গাছটি কর্তন করা হয়েছে।