ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

হরিপুরে যাদুরানী ব্রীজের পানিতে পরে ডুবে যাওয়ায় নিখোঁজ শিশু সাব্বিরের লাশ উদ্ধার

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ১২:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়নের  যাদুরানী হাটের পার্শ্ববতী গ্রামের মোঃ আব্দুল মতিন এর ছেলে মোঃ মোস্তাফিজুর( ৫) ও মোঃ আনোয়ার হোসেন ছেলে মোঃ সাব্বির হোসেন(৬) বিকেলে বেলায় বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়  যাদুরানী হাটের পূর্ব পাশে বড় ব্রীজের পাশে পুরনো ব্রীজ এলাকায়, প্রায় দুই বন্ধু মোস্তাফিজুর ও সাব্বির হোসেন খেলা করতো এবং মোঃ আনোয়ার হোসেনও প্রায় ঐ ব্রীজের খালে মাছ ধরে, সেই সুবাদে  মোস্তাফিজুর ও সাব্বির হোসেন আশেপাশে খেলা করতো।

দুই বন্ধু  মনে অজান্তে খেলার ছলে পানিতে নেমে গেলে  পানির গভীরতা বেশী হওয়ায় পানির নীচে দুই জনই তলিয়ে যায়।বাচ্চা দুটোর চিৎকার শুনে তৎক্ষণাৎ ছুটে আসে  নতুন ব্রীজের কাজের  মিস্ত্রি মোস্তাফিজুর কে পানিতে থেকে তুললেও  সাব্বির হোসেন কে পানি থেকে তুলতে পারেনি । বহু খোঁজাখুঁজি করেও আর সাব্বিরের সন্ধান না পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস স্টেশনে  খবর দেওয়া হলে, ফায়ার লিডার  মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা  অনেক চেষ্টা করেও আর সাব্বিরের সন্ধান পাওয়া যায়নি। শিশু সাব্বির হোসেন এর  নিখোঁজের বিষয়টি স্থানীয় প্রশাসনের ও রংপুর অঞ্চলের ডুবুরি দলকে অবহিত করা হয়।  ৫-১২-২০২১ তারিখে রংপুর থেকে এসে ডুবুরি দল ৯,১৫ মিনিটে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং কিছুক্ষণ পরেই ৯.২০ মিনিটে  সাব্বিরের লাশ উদ্ধার করে   এ-সময় উপস্থিত ছিলেন  স্হানীয় জনসাধারণ।