ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

হিলিতে জুয়া খেলার অপরাধে ২৮ জন আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০৪:৫৫:০০ অপরাহ্ন | গণমাধ্যম

দিনাজপুরের হিলিতে ২টি ক্লাবে জুয়া খেলার অভিযোগে ২৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

এরা হলো, ১। মোস্তফা হোসেন (৫১), ২। হানিফ মন্ডল (৬৪), ৩। মমিনুল হক (৪০), ৪। তাছের মোল্লা (৪০), ৫। ময়েন আলী (৩০), ৬। রুহুল আমিন (৩২), ৭। আসলাম শেখ (৪৮), ৮। আঃ রহিম (৫৮), ৯। মন্টু শেখ (৫৫), ১০। রানা (২৬), ১১। রাজু মিয়া (২৮), ১২। উজ্জল (৪৫), ১৩। বিশ্বনাথ চন্দ্র (৬০), ১৪। আব্দুল আজিজ (৬০), ১৫। লালু শেখ (৫৫), ১৬। ইনছান আলী (৩৫), ১৭। রুবেল হোসেন (২২), ১৮। আকতার হোসেন ভুট্টু (৪০), ১৯। মোজাফফর হোসেন (৫৪), ২০। খোকন মিয়া (৫৫), ২১। এনামুল হক (৪৭), ২২। রাকেশ হোসেন (২৮), ২৩। রানা হোসেন (৩৩), ২৪। জুয়েল রানা, ২৫। মনিরুল ইসলাম (৪৪), ২৬। ইদ্রিস আলী (৬২), ২৭। জামাল হোসেন (৪০) ও ২৮। বিদ্যুৎ ঘোষ। তারা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, উপজেলার বাংলাহিলি পাবলিক ক্লাব এন্ড লাইব্রেরী এবং যুব সংঘ পাবলিক ক্লাবের ভিতরে অভিযান পরিচালনা করে তিনটি বোর্ড থেকে ৪৪,৪৯০ টাকা, ১২ সেট কার্ড তাস সহ ২৮ জনকে আটক করা হয়। অর্থের বিনিময়ে জুয়া খেলার অপরাধে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় তাদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার থানায় মামলা করা হয়েছে। যার নং ০৬। আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।