ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

হিলিতে টিসিবি’র স্বল্প মূল্যের পণ্য বিক্রি শুরু,খুশি নিম্ন আয়ের মানুষরা

হিলি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ ০৪:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার মূল্যের চেয়ে কম দামে তেল,ডাল,চিনি পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষরা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার চারমাথা মোড়ে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।

উপজেলার ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে।