ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি’র

হিলি (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ০৪:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

  বাংলা নববর্ষ উপলক্ষ্যে হিলি সিমান্তে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফকে মিষ্টি ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার  (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হিলি  সীমান্তে চেকপোষ্ট গেটে বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মোখলেছার রহমান  ভারতের বিএসএফ পোস্ট কমান্ডার ইন্সপেক্টর বাল কিষাণ হাতে মিষ্টি  তুলে দেন। এসময় সেখানে উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন। 

হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার মোখলেছার রহমান জানান, আজ বাংলা নতুন বছর, এ উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ বিএসএফের ডিআইজি ও স্টাফ অফিসার ও ৬১ পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ককে মিষ্টি  উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। 

সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন উৎসবে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টি উপহার দেওয়ার রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে। এতে করে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ়  হবে বলেও জানান তিনি।