১৭ দফা দাবিতে রেজিষ্টার দপ্তরে তালা দিয়ে কর্মবিরতি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী। শনিবার সকাল দশটা থেকে অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে রেজিষ্টার দপ্তরের গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়।
বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন জানান, করোনাকালীন সময়ে অর্ধেক জনবল নিয়ে অফিস করা, উচ্চতর স্কেল প্রদান, অটো পদোন্নতি, বিশ^বিদ্যালয়ের সকল কমিটিতে কর্মকর্তাদের অন্তর্ভূক্ত করা সহ ১৭ দফা দাবি গত ২৪ জানুয়ারী লিখিতভাবে রেজিষ্টারের মাধ্যমে ভিসিকে জানানো হয়। কিন্তু ভিসি দাবি পূরণের আশ^াসে কয়েকবার সময় নিলেও তিনি কোনো উদ্যোগ নেননি। তাই রেজিষ্টার দপ্তরের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়ে কর্মবিরতি পালন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানান কর্মকর্তা-কর্মচারীরা।