ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

৪ লাখ ৮০ হাজারের বেশী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জুন ২০২২ ০৩:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামী ১৫ জুন থেকে ১৯জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। বগুড়ার সিভিল সার্জন ডা, শফিউল আযম আজ তার দফতরের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান, এ জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৪ লাখ ৮০ হাজার ৪৮৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ৬১৭জন শিশুকে নীল ক্যাপসুল এবং বাকী ২ লাখ ২৩ হাজার ৮৬৮জন শিশুকে লাল রংগের ক্যাপসুল খাওয়ানো হবে।  জেলার মোট ২ হাজার ৮০৬টি কেন্দ্রে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সির্ভিল সার্জন আরও জানান, শিশুদের অপুষ্টি জনিত অন্ধত্বসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শিশু মৃত্যুর ঝুকি কমানোর পাশাপাশি শিশুদের সুরক্ষায় সরকারের পক্ষ থেকে প্রতি বছরই ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। 

সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন শাহনাজ পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদউল হক। সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, ডাঃ দ্বিপাকর বসাক। সভায় বগুড়া কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।