জয়পুরহাটে ৪২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
আজ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট র্যাব-৫ এর অধিনায়ক মেজর মোঃ রফিকুল ইসলাম।
এর আগে শুক্রবার (২৬ মে ) দুপুরে নওগাঁর জেলার ধামইরহাট থানাধীন ইউসুফপুর ব্রীজের পাশে এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, জয়পুরহাট সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ দেওয়ান এর ছেলে আল মাহমুদ (৩০) এবং নওগাঁ ধামইরহাট থানার আজমপুর গ্রামের দফির উদ্দিন এর ছেলে আব্দুল আলিম (৫৮)।
মেজর মোঃ রফিকুল ইসলাম বলেন, ৪২ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল ১টি ইজিবাইকসহ তাদের গ্রেফতার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।