ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

৯০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দিল সঙ্ঘবন্ধ প্লাটফর্ম

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৮ জানুয়ারী ২০২৩ ০৯:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর
 
ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে -২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম। 
 
রোববার (০৮ জানুয়ারী) বিকালে জেলার সদর উপজেলার ভূল্লী থানার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারো শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে এমন আয়োজন করেছে সেচ্ছাসেবী সংগঠনটি৷ 
 
সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্লাটফর্মের সভাপতি প্রান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশানুল হক তুষার, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হবিবুর রহমান, সদর উপজলা যুবদলের সভাপতি আশরাফুল হক ও সজ্ঞবদ্ধ প্লাটফর্মের সাধারণ সম্পাদক রাকিবসহ সকল সদস্য বৃন্দসহ  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ 
 
সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবন্ধ প্লাটফর্মের সভাপতি প্রান্ত সরকার বলেন, যারা জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী শিক্ষার্থী৷ তাদের মেধার স্বীকৃতি স্বরুপ আমরা সম্মাননা স্মারক প্রদান করেছি। সেই সাথে তারা যাতে করে আরো অনুপ্রাণিত হয় সেজন্য আমাদের এ আয়োজন। আর যারা এখন পড়াশোনা করছে বা পরাক্ষার্থী রয়েছে তারা এতে করে অনুপ্রেরণা পেয়ে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করবে। আমাদের এমন আয়োজন অব্যহত থাকবে৷ 
 
অনুষ্ঠানের প্রধান অতিথি ও সঙ্ঘবদ্ধ প্লাটফর্মের প্রধান উপদেষ্টা জুলফিকার আলী ভুট্টো বলেন, আমাদের ভূল্লী থানা নতুন হয়েছে। আগামীতে এ থানার যারা নেতৃত্ব দেবেন তারা সামনে বসে রয়েছে। তারা সকলে মেধার সাক্ষর রেখেছে৷ আর তাদের উৎসাহ দেওয়ার জন্য সঙ্ঘবদ্ধ প্লাটফর্মের এমন আয়োজন আসলে প্রশংসনীয়। আমরা চাই এমন আয়োজন তাদের অব্যহত রাখুক৷ আর যারা কৃতিত্ব অর্জন করেছেন আগামীতে আরো মেধার সাক্ষর রেখে সফলতা পাবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আজকের এ প্রোগ্রাম থেকে শিক্ষা নিতে পারেন। আজ আপনারা পেছনে আছেন ভালো ফলাফল করলে আপনারা আগামীবার সংবর্ধিত হবেন৷