বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার বিছালী ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বিছালী ইউনিয়ন পরিষদ চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির মশিয়ার রহমানের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি।
বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, আ’লীগ নেতা মেশকাতুল ওয়ায়েজীন লিটু, আজিজুর রহমান, বিছালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম সোহেল রানাসহ অনেকে।
এমপি কবিরুল হক মুক্তিসহ বক্তারা বলেন, আগস্ট মাস এলেই কুচক্রীমহল আবারো ষড়যন্ত্রে মেতে উঠে। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে যেমন সহপরিবারে হত্যা করা হয়েছে, তেমনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আমরা এসব হত্যাকান্ডের ধিক্কার জানাই। পাশাপাশি ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। আগামি সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে হবে।
এর আগে ওইদিন দুপুরে চাঁচুড়ি বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন কবিরুল হক মুক্তি এমপি।
পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সদস্য মোল্যা এমদাদুল হক, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম মোস্তফা, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির লিটু, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান মোল্যা, জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, কালিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম শেখ, কালিয়া উপজেলা কৃষক লীগের আহবায়ক মুন্সি লুৎফার রহমান, আওয়ামী লীগ নেতা এস এম হারুন-অর-রশিদসহ অনেকে।