বান্দরবানের আলীকদম উপজেলায় অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম ও মংচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইনকে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত করা হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২- এ।
এছাড়া চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ডানা ত্রিপুরা ও মমপাখই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল আমিনকে "শ্রেষ্ঠ সহকারি শিক্ষক"নির্বাচিত করেছেন উপজেলা শিক্ষা কমিটি।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে তথ্য জানা যায়,আলীকদম উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁদেরকে ‘শ্রেষ্ঠত্ব’ এর মর্যাদা দেওয়া হয়। শিক্ষকরা বান্দরবান জেলা পর্যায়ে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ সংক্রান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
উপজেলা শিক্ষা অফিস ১৫ সেপ্টেম্বর কয়েকটি ক্যাটাগরিতে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে তালিকা প্রকাশ করেন।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ‘চম্পট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। ঝরেপড়া শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মূখী করায় কলারঝিরি তৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়কেও শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মানে ভূষিত করেন উপজেলা শিক্ষা কমিটি।
শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হিসেবে নির্বাচিত হন নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা। অপরেিদক, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
রবিবার দুপুরে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান বলেন, গত ১৫ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কমিটির সভায় এসব শিক্ষক, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘শ্রেষ্ঠত্ব’ এর সম্মানে ভূষিত করা হয়।