মির্জাগঞ্জে স্কুলের ছাত্রীদের ইভটিজিং করার দায়ে এক বখাটেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ দরগাহ শরিফ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চলাকালীন সময়ে রাস্তার সামনে ইভটিজিং এর অভিযোগে আলিফ খান (২০) নামে এক জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০০০/= টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান । বখাটে আলিফ খান মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের জাকির খানের পুত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান জানান, বখাটেসহ যে কোন আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানা ও উপজেলা প্রশাসন ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করবে।