জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা। পাশাপাশি, প্রকল্প ঋণ হিসেবে ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ থাকবে।
পরিকল্পনা উপদেষ্টা জানান, বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামে কর ভবন নির্মাণ এবং মোংলা বন্দরের পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্প। এছাড়াও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, সেবা খাত সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত প্রকল্পও অনুমোদন পেয়েছে।
চলমান ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (ডিসেম্বর পর্যন্ত) ৪০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, “গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা। তবে আমরা এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছি এবং আশা করছি, বছরের শেষ প্রান্তিকে এটি আরও গতি পাবে।”
পরিকল্পনা উপদেষ্টা বলেন, “দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অনুমোদিত প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এসব প্রকল্প যথাসময়ে ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর জোর দিচ্ছি।”
এবারের একনেক বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্য, পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিরা।
বায়ান্ন/এএস/একে