ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

করোনায় একদিনে শনাক্ত ১৪৮২৮, মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৫:৪৭:০০ অপরাহ্ন | স্বাস্থ্য

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চোখ রাঙানিতে দেশে সংক্রমণ বেড়েই চলেছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।

একই সময়ে নতুন করে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ নয়জন ও নারী ছয়জন। সরকারি হাসপাতালে ১২ ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ২৮ হাজার ২৩৮ জনে।  আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।