ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১
লক্ষ্য: আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

কাজের গতি ও দক্ষতা বাড়াতেই উপদেষ্টা পরিষদ সম্প্রসারণ: সৈয়দা রিজওয়ানা হাসান

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০২:৩৮:০০ অপরাহ্ন | জাতীয়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান: ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

উপদেষ্টা বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, কৌশলগত কারণে তাকে উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এর পরেই সংস্কারের কাজগুলো শুরু হবে। 

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়া, ডায়ালগ চলছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো যা-ই  বলুক না কেন, সরকার চাপহীনভাবে তার কাজ করছে।

এসবি