ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

কালিয়ায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২ ০১:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া থানায় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সাদিরা খাতুন। কালিয়া থানা পুলিশের আয়োজনে রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, মাদক, জুয়া ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে পুলিশ জিরো টলারেন্স। আর থানা হচ্ছে সাধারণ মানুষের আস্থার প্রতীক। পাশাপাশি আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ, কালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি, হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলি বেগম, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটুসহ অনেকে। #