“ভরসার নতুন জানালা” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়ণে দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ঝিনাইদহ শাখার আয়োজনে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসির ঝিনাইদহ শাখা ব্যবস্থাপক মো: মনিরুজ্জামান, অপারেশনাল ম্যানেজার মো: জহুরুল ইসলাম, আবু জোবায়ের রেজা ।
বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা মৎস্য অফিসার মো: হাসান সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ৬০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।