ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় জনশুমারি উদ্বোধন করলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি ( কুতুবদিয়া) | প্রকাশের সময় : বুধবার ১৫ জুন ২০২২ ০৮:১২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কুতুবদিয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৯ টায় নিজ কার্যালয়ে তথ্য পূরণের মাধ্যমে এবারের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়। এসময় তিনি গণনাকারীদের উদ্দেশ্যে বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্ব অপরিসীম। এ শুমারিতে গণনা থেকে কারো হিসাব যেন এড়িয়ে না যায়। সকলকে সেদিকে দৃষ্টি দিতে হবে। জন সচেতনতায় প্রচার প্রচারণা বাড়াতে হবে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. কফিল উদ্দিন কবির, সহকারী উপজেলা শুমারী সমন্বয়কারী মিনহাজুল ইসলাম, জোনাল ম্যানেজার শ্যামল দে, আইটি সুপারভাইজার জাহেদুল ইসলাম, সুপারভাইজার নিপা দাস ও গণনাকারী শাহরিয়ার আশফাকসহ প্রমুখ।

 

উল্লেখ্য, উপজেলায়  গণনাকারী, সুপারভাইজার, জোনাল অফিসার ও আইটি সার্পোট টিমের সদস্যদের নিয়ে আগামী ২১ জুন পর্যন্ত এ শুমারি কার্যক্রমে চলবে।