ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত

আব্বাস সিদ্দিকী ( কুতুবদিয়া) | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ০৪:৫১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই স্লোগানকে সামনে রেখে কুতুবদিয়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে সদর বড়ঘোপের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে কুতুবদিয়ার সহস্রাধিক শিক্ষক অংশ নেয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী।  এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব, উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোতাহেরা বেগম, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জকরিয়াসহ শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
 
সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।