কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নে আকবর বলী ঘাট হতে বাঁশখালী উপজেলার বাংলাবাজার এই নৌপথে স্পিডবোট চালু করা হয়েছে। কুতুবদিয়া উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন সংগঠনের উপদেষ্টা মনোয়ার ইসলাম চৌধুরী (মুকুল) এ স্পিডবোট সার্ভিস চালু করেন। আপাতত দুটি দ্রুতগামী স্পিডবোট ১২ কিলোমিটার নৌপথে পরিসেবা প্রদান করছে। এতে জনপ্রতি ভাড়া ১৫০ টাকা এবং সময় লাগে ২২ মিনিট। পর্যায়ক্রমে যাত্রীর চাহিদা আলোকে এ নৌরুটে আরও স্পিডবোট বাড়ানো হবে। তিনি আরও বলেন, গর্ভবর্তী প্রসূতি মায়েদের জন্য জরুরি ভিত্তিতে বিনা খরচে স্পিডবোট সেবা দেয়া হবে বলেও জানান।
যাত্রীরা জানান, কুতুবদিয়ার আকবর বলী ঘাট দিয়ে সাগর পার হয়ে চট্টগ্রামে যাওয়ার দূরত্ব যেমন কম, তেমনি উপজেলার বাসিন্দাদের যাতায়াতেও সহজ হয়েছে। দ্বীপ থেকে প্রায় ২ ঘন্টায় চট্টগ্রামে পৌছানো যায় বলে জানান তারা।
উল্লেখ্য, বড়ঘোপ থেকে মগনামার দূরত্ব সাড়ে ৩ কিলোমিটার নৌপথে স্পিডবোট জনপ্রতি ভাড়া ১২০ টাকা এবং সময় লাগে ৭ মিনিট।