ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কুতুবদিয়ায় ২ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি ( কুতুবদিয়া) | প্রকাশের সময় : মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ ১০:৩৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৬ টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম তবলরচর এ দূর্ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৬ টার দিকে হঠাৎ এলহাদাদ মিয়ার বসতবাড়ীর রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওবায়দুল হকের বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে, স্থানীয়রা এসে প্রায় দু'ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এলহাদাদ মিয়া ও ওবায়দুল হকের বসতঘরে তাদের ছেলেদের প্রায় ১০টি পরিবার আলাদা ভাবে বসবাস করেছিলো বলে জানা যায়। এ দূর্ঘটনায় ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও প্রাথমিক ভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। তবে, দূর্ঘটনায় কেউ কোন আহত হয়নি বলে নিশ্চিত করেন আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার। 
 
এদিকে, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার ( ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ অনেকেই। এসময় তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ১৫ কেজি শুকনো খাবার, শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।