নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাব ০২ এর প্রেস ব্রিফিং বলা হয় ০১ মার্চ ২০১৯ তারিখে ডিএমপি ঢাকা, আদাবর থানার কর্তৃক রুজুকৃত মামলা নং-০২ এ আসামী মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৯) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩) এর ৭ ও ৯(১) ধারায় মামলা রুজু হয়। আসামী মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৯) উক্ত মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলো। বিজ্ঞ আদালত উক্ত মামলায় অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ সহ বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৯) এর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫, ঢাকা গত ২৭ মার্চ ২০২৩ তারিখে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩) এর ৭ ধারায় ১৪ (চৌদ্দ) বছর সশ্রম কারাদন্ড এবং ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাস সশ্রম কারাদন্ড প্রদান সহ উক্ত আইনের ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০০০০০ (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল ১১ মে (বৃহস্পতিবার) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৯), পিতা-মোঃ মতিন মোল্লা, থানা-আদাবর, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৯)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মামলার ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। ধৃত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৯) উক্ত মামলায় ৭ মাস কারাবাস ভোগ করার পর জামিনে বের হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল। মামলার রায় ঘোষণার পর থেকে কেরানীগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে থাকত।